পড়া হয়েছে: ২৮
চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালীতে বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সৈয়দ মো.দেলোয়ার হোসেন প্রকাশ জিএস হাসান (৫৫) এবং সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান (৫৩)।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা হিসেবে শনিবার (৮ মার্চ) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন