বোয়ালখালীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাছেরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। নাছের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর গ্রামের ছৈয়দ বাড়ীর মৃত মমতাজুল হকের ছেলে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী বশররত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বিশেষ অভিযান চালিয়ে মো.নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top