বোয়ালখালীতে বিএনপির নির্বাচনী প্রচারণাকালে ককটেল বিস্ফোরণ

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভাস্থল থেকে আনুমানিক ৫০ গজ দূরে এ ককটেল বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরপরই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত বলেন, স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-শিবির আজ বাংলাদেশের নির্বাচন নতস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা প্রমাণ করেছে—তারা নির্বাচন চায় না। তিনি আরও বলেন, আগামীতে জামায়াত-শিবিরকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণাকালে জামায়াত-শিবিরের কিছু সন্ত্রাসী ওঁৎ পেতে থেকে আমাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিদর্শনকালে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

 

Scroll to Top