চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনার চারদিন পর মো. আরমান ইমরান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুর্ঘটনার পর সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান।
নিহত আরমান পৌরসভার বহদ্দার পাড়া এলাকার ইউছুপ তালুকদার বাড়ীর বদিউল আলমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।
ইমরানের বাবা বদিউল আলম বলেন, “আমার ছেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তাই দিন রাত পরিশ্রম করে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া শেষ করেন। নিজেকে প্রতিষ্ঠিত করার আগেই দুনিয়া থেকে চলে গেলেন।”
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানুনগোপাড়া সড়কের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার হযরত আয়েশা সিদ্দিক (রা.) মহিলা মাদ্রাসার সামনে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আরমানসহ চারজন আহত হয়।
সে গাউসিয়া কমিটি বাংলাদেশ বহদ্দার পাড়া ইউছুপ তালুকদার বাড়ী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় করোনাকালীন সময়ে মৃত ব্যক্তিদের দাফন কাফনে তাঁর খুবই অবদান ছিল।
ইমরানের মৃত্যুতে এলাকাবাসী শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমআর