পড়া হয়েছে: 73
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে শাহ আবদুল মজিদ সুইট কর্নারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে বালু ট্রাক চালককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৫ মে) উপজেলার চৌধুরীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় তিনি বলেন, শাহ আবদুল মজিদ সুইট কর্নারে পণ্যে মোড়ক ব্যবহার না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার ও বালুর ট্রাকের চালককে ২ হাজারসহ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন