চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের একটি পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুকুরে সব মাছ মরে ভেসে ওঠেছে। ফলে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষীর।
শনিবার (১৮ অক্টোবর) সকালে বৈলতলী হযরত গাজী মো. শরীফ (রহ.) মাজারের পাশের পুকুরটিতে মরা মাছ ভাসতে দেখে স্থানীয়রা বিষ প্রয়োগের বিষয়টি জানতে পারেন।
স্থানীয়রা জানান, পুকুরটি প্রবাসী মো. আলম দিদার সিআইপি গতবছর ৩ লাখ টাকায় ৫ বছরের জন্য খাজনায় নিয়েছেন। এরমধ্যে তিনি ৮০ হাজার টাকার মাছের পোনাও ছেড়েছিলেন।
আলম দিদার বলেন, গত শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন