পড়া হয়েছে: 120
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম জালাল উদ্দীন (২২)। জালাল উদ্দীন ওই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে একটি দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে এশার নামাজের সময় মিফতাহুল উলুম মাদ্রাসার পুকুরে অযু করতে গিয়েছিলেন জালাল উদ্দীন।
দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী তার খোঁজে বের হন। ঘাটে তার জুতো দেখতে পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে রাত ১টায় জালালের মরদেহ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন