বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে ইয়াছিন (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মধ্যম শাকপুরা আমৃতলা মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াছিন স্থানীয় আমৃতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। একই এলাকার নুরুল ইসলাম সওদাগরের পুরাতন বাড়ির সিএনজি চালক মো. আজগরের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফরিদ জানান, প্রতিদিনের মতো দুপুরে ইয়াছিন মসজিদের পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের অপর পাশে আরও দুই শিশু গোসল করছিল। তারা দেখতে পায় ইয়াছিন পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে উঠে আসছে না। বিষয়টি টের পেয়ে তারা আশপাশের লোকজনকে ডাক দেয়। পরে স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া জানান, দুপুর ১টা ২০ মিনিটে ইয়াছিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তখনই পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top