পড়া হয়েছে: ৩৫
বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ওসমান নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাকপুরা মিলিটারি পুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান পটিয়া উপজেলার চরকানাই হাবিলাসদ্বীপ ৫ নম্বর ওয়ার্ড আদম পাড়ার মাওলানা হারুনুর রশিদের বাড়ির মো. আইয়ুব আলী ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মিলিটারিপুল এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চাটগাঁ নিউজ/এসএ