পড়া হয়েছে: 113
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা এবং যত্রতত্র পাকিং করার অপরাধে ৫ জন মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা সদর এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ফুটপাত দখল করে মোটরসাইকেল রেখে জনদুর্ভোগ সৃষ্টি, রেজিষ্ট্রেশন ব্যতীত গাড়ি চালানো এবং যত্রতত্র পার্কিং করার অপরাধে ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন