বোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে বাবার মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে আহত বাবা চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। নিহত আজিজুল হক (৬৬) বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আজিজুলের ছেলে সাজ্জাদ ‘মানসিক রোগী’। আজিজুলের মৃত্যুর পর ছেলে সাজ্জাদ হোসেন আসিফকে পুলিশ আটক করেছে।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, গত ৪ এপ্রিল নিজ বাড়িতে সাজ্জাদ তার বাবা আজিজুল হককে কাঁচি দিয়ে আঘাত করে। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানোর পর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে সাজ্জাদ হোসেন আসিফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top