বোয়ালখালীতে গাছের চাপায় পড়ে বৃদ্ধার মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে মাথায় গাছের চাপা পড়ে নাছের আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার করলডেঙ্গা পাহাড়ের লেবু বাগানে এ ঘটনা ঘটেছে।

নিহত নাছের উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তার ৪ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তিনি পাহাড়ি ভূমিতে লেবু ও সেগুন বাগান গড়ে সংসার চালাতেন।

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক মো. সোহেল জানান, বাগানের বিক্রি করা গাছ কাটার সময় মাথায় গাছ পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু জানান, বিকেল ৩টার দিকে নাছের নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনরা বলছেন তার মাথায় গাছ পড়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top