বোয়ালখালীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে চরখিজিরপুর এলাকার উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সে হাজি মো. নুরুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ইসমা নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

নিহত উম্মে হাবিবা ইসমা উপজেলার চরখিজিরপুর মোহাম্মদের বাড়ির মোহাম্মদ ইব্রাহীমের মেয়ে।

স্থানীয়রা জানান, মেয়ে পড়ালেখা করতে চেয়েছিলো। সম্প্রতি কলেজে ভর্তিও হয়। এরমধ্যে তার মা বাবা বিয়ে দিতে চাওয়ায় অভিমানে গলায় ফাঁস দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন,
খবর পেয়ে পুলিশ মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top