পড়া হয়েছে: 101
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানের পর জব্দ করা কারেন্ট জাল সবার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান, বোয়ালখালী থানা পুলিশ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, কারেন্ট জাল দামে সস্তা, হালকা হওয়ায় পরিবহনে সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। মা মাছ ও পোনা মাছ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন







