বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ফরহাদ হোসেন রাজু (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার খরনদ্বীপ এলাকার ৬নং ওয়ার্ডের মুছা বাপের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিহত রাজু একই এলাকার বাসিন্দা হারুনুর রশীদ সওদাগরের ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার, তার ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, রাজু খুব শান্ত স্বভাবের ছেলে, গতরাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মত রাজু রুমে ঘুমাতে যায়। সকালে তার মা ডাকতে গেলে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। ঋণের বোঝা ও তার বউয়ের সাথে মনমালিন্যের কারণে সে এই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






