বোয়ালখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীমা আক্তার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের একটি মেয়ে সন্তান রয়েছে।

সীমার ভাসুর মো. জাবেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। কেন সে আত্মহত্যা করেছে আমাদের জানা নেই।

তবে নিহত সীমার চাচা খোরশেদ অভিযোগ করে বলেন, মাত্র ৫ ফুট উঁচু জায়গা থেকে ঝুঁলে কারও মৃত্যু সম্ভব নয়। সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ

Scroll to Top