পড়া হয়েছে: ৭৪
চাটগাঁ নিউজ ডেস্কঃ বোয়ালখালীর কালুরঘাট মিলস এলাকায় একটি পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৪ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড কামাল হোসাইনের পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এলাকাবাসী বলেন, ভোর ৪ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই খামারে ১২শ মুরগির মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন