বোয়ালখালীতে একই কায়দায় ২ দিনে দুই চুরি!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণের গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছে একদল চোর। এতে স্বর্ণ ও নগদ মোট সাড়ে তিন লক্ষ টাকা খোয়া গেছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির মো. হেলালের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, মাগরিবের নামাজের পর মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আধাঘণ্টা পর ঘরে ফিরে এসে দেখি ঘরের ৪ কক্ষের সমস্ত মালামাল এলোমেলো। চোর ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকেছে এবং মালামাল নিয়ে পিছনের দরজা খুলে পালিয়েছে। এ বিষয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানিয়েছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগের দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনের বেলায় পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার প্রবাসী মো. রায়হানের ঘরেও একই কায়দায় চুরি ঘটনা ঘটেছে। এতেও খোয়া গেছে স্বর্ণের গয়না ও নগদ টাকা। ঘরের পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে ঢুকেছিল বলে জানিয়েছেন মো. রায়হান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top