বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩ মার্চ) সকালে উপজেলা সদরে নির্বাহী অফিসার মো: রহমত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৪টি মামলায় ১৭ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড করা হয়। যানজট নিরসনে ও জনভোগান্তি লাঘবে উপজেলা সদর উপজেলা পরিষদ বাজারে রাস্তার উপর ও রেললাইনের উপর যত্রতত্র অবৈধ ভ্রাম্যমাণ দোকান, ফুটপাতে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: রহমত উল্লাহ বলেন, ধারাবাহিকভাবে এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং উপজেলা সদর দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য এই অভিযান অব্যহত থাকবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাত্তার প্রমূখ।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top