বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে ৪৫ পিস ইয়াবাসহ মো. আজাদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে আরাকান সড়কের পূর্ব শাকপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজাদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী অলি আহমদ চৌকিদার বাড়ির মৃত আমির আহমদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top