বোয়ালখালীতে আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে একটি সিএনজি চালিত অটোরিকশা।

বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর হাজারীচর গ্রামের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।

অটোরিকশার মালিক জয়সেন বড়ুয়া বলেন, বুধবার (১৬ জুলাই) দুপুরে ঘরের উঠোনে গাড়িটি (চট্টগ্রাম থ ১৩-১৯৯৭) পার্কিং করে রেখেছিলাম। বিকেলে আর বের করা হয়নি। দিবাগত রাত সাড়ে ৩টায় পর আগুনের আঁচ পেয়ে জেগে দেখি গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রায় দেড় বছর আগে আড়াই লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলাম। এ ব্যাপারে থানা পুলিশকে জানানো হয়ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top