পড়া হয়েছে: ৩০
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে অতিরিক্ত দামে পেয়াঁজ বিক্রি করার দায়ে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার গোমদণ্ডী ফুলতল এবং পূর্ব কালুরঘাট এলাকায় পেঁয়াজের বাজার তদারকির সময় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী।
এসময় তিনি বলেন,বাজার তদারকির সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা এবং পণ্য কেনার যথাযথ রসিদ সংরক্ষণ না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।