বোনানজা ক্লাবের ৭ম বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ: চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাবের ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বোনানজা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, সাবেক কাউন্সিলর ফারজানা পারভীন, চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, দৈনিক মানবজমিন পত্রিকা চট্টগ্রাম’র ব্যুরো চীফ জালাল রুমি, দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার আরাফাত বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাব বিভিন্ন সময় মানবিক ও উন্নয়ন মূলক কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছে। রক্তদান থেকে শুরু করে ক্ষুধার্তদের জন্য আহারের মত কর্মসূচি বাস্তবায়নে জন্য সংগঠনের সকলকে সাধুবাদ জানিয়ে বক্তারা আরও বলেন , যুবকরা কি করতে পারে তা আমরা ২৪ এর গণঅভ্যুত্থানের সময়ে দেখেছি। যুবকরা যে উদ্যোগ নেয় সেটা সফল হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top