বৈধ ডকুমেন্ট ছাড়াই চলছে ইটভাটা, তিন লাখ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে বৈধ কোন কাগজপত্র সংগ্রহ না করে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবাধে ইটভাটা পরিচালনা করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। আইন ভঙ্গ করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করার দায়ে তিন ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে।চন্দনাইশ উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকার এইচবিএল, পিবিএম ও ফোরবিএম ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়। চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, আজ আমরা কাঞ্চনাবাদ এলাকায় তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এ সময় ইটভাটা কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও ছিলো না। এ জন্য তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের সুরক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল ও তার টিম, উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চন্দনাইশ থানা পুলিশ অভিযানে সহায়তা করেছে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/ইউডি 

Scroll to Top