আমিরাত প্রতিনিধিঃ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, আওয়ামী সরকার প্রবাস বান্ধব তাই সিআইপির সংখ্যা প্রবাসীদের মাঝে বেশি। ভবিষ্যতে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের বিশেষ মর্যাদা দিবে সরকার।
শনিবার (৯ মার্চ) রাত ৮ টায় আবুধাবীর শেখ খলীফা বাংলাদেশ স্কুল মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অথিতির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সকলের উচিত বৈধপথে রেমিট্যান্স পাঠানো। আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র। এছাড়া প্রবাসে থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাননীয় মন্ত্রী। এসময় তিনি বর্তমান সরকারের মানবিক ও সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা, দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ।
চাটগাঁ নিউজ/এসবিএন