নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে শুলকবহর এলাকায় একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনার একটি সিসিটিভির ভিডিও ফুটেজ এসেছে চাটগাঁ নিউজের হাতে। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়- দু’জন ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে নাশকতার এ ঘটনাটি ঘটে।
তবে এ নাশকতাকে বৈদ্যুতিক গোলযোগ বলে দাবি করছেন নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলনে, নাশতকার প্রশ্নই আসে না, বৈদ্যুতিক গোলযোগের কারণে এমনটি ঘটেছে।
এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনাকে প্রথম থেকেই নাশকতা বলে দাবি করে আসছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এ নাশকতার ঘটনা নিয়ে আইএসপিএবি চট্টগ্রামের সদস্য সচিব ফারহান ফুয়াদ চাটগাঁ নিউজকে বলেন, এটি পরিকল্পিত নাশকতা। সিটি টিভির ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দুজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগিয়েছে। তারপরও পুলিশ কেন বৈদ্যুতিক গোলযোগ বলছে তা আমার বোধগম্য নয়।
তিনি জানান, মঙ্গলবার (২৫ মার্চ) ইফতারের আগে বৈদ্যুতিক তার নিয়ে ওই এলাকায় দু’টি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে ঝগড়া হয়েছিল। হয়তো এ নাশকতার সাথে তারা জড়িত থাকতে পারে।
আগুনের ঘটনায় কানন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ দেখলাম বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌঁড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। তবে নাশকতা নাকি বৈদ্যুতিক গোলযোগ তা বলতে পারছি না।
এদিকে ঘটনার পর পরই চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন চাটগাঁ নিউজকে বলেন, এটি বৈদ্যুতিক গোলযোগ। রেগুলার তারের উপর হাই ভোল্টেজ তার যাওয়ায় শর্টসার্কিট হয়েছে। ফলে এক সারিতে এতোগুলো খুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে নাশকতার ভিডিও ফুটেজ চাটগাঁ নিউজের হাতে আসার পর এ বিষয়ে জানতে চান্দগাঁও থানার ওসিকে মুঠোফোনে কয়েকবার কল করেও পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ