নিজস্ব প্রতিবেদক: রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত, বৃষ্টির পানিতে বোঝার উপায় নেই গর্তের আকার ও ধরণ। ফলে রিক্সা বা ছোট যানবাহন নিত্য দুর্ঘটনার শিকার হচ্ছে। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। আর এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই!
বলছি চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আনন্দিপুর এলাকার কথা। এলাকার প্রধান সড়ক হিসেবে পরিচিত এই সড়কটি বর্তমানে এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি এলাকার ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। এলাকার নালা-নর্দমা গুলো ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হওয়ায় ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ড্রেন উপচে রাস্তায় ছড়িয়ে পড়ছে স্যুয়ারেজের পানি। যা পরিবেশ দূষণের পাশাপাশি তৈরী করছে স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, এলাকাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের আওতাভুক্ত হলেও বছরের পর বছর সড়ক ও ড্রেনেজ উন্নয়নের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই নিয়ে ক্ষোভের অন্ত নেই স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে এলাকার কর্মজীবী নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু সকলেই ঝুঁকি নিয়ে রাস্তাটিতে চলাচল করেন।
স্থানীয় মোহাম্মদ মুমিন চাটগাঁ নিউজকে বলেন, রাস্তাটির অবস্থা বেশ করুণ, প্রায়শই গর্তে গাড়ি পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতে দেখা যায়। আমরা আশ্বাস নয়, পদক্ষেপ দেখতে চাই দ্রুত।
অটোচালক মো. আশিক বলেন, এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য । যানবাহনের যন্ত্রাংশ বারবার নষ্ট হয়ে যায়, মাঝেমাঝে বাইক-রিকশা উল্টে যেতে দেখি। যেন আমাদের সমস্যা কারো চোখেই পড়ে না।
এলাকার স্থানীয় অ্যাডভোকেট মো. রায়হান উদ্দিন জয় বলেন, রাস্তার পাশাপাশি এলাকার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। বছরে তিনবার নালা পরিষ্কার দরকার হলেও কর্তৃপক্ষের কাছ থেকে এর উল্লেখযোগ্য কোন উদ্যোগ চোখে পড়েনি।
তিনি আরো জানান, দুই বছর আগে ড্রেন বড় করার সময় প্রধান সড়কটি ভেঙে গেলেও তা ঠিকমতো মেরামত করা হয়নি। সাম্প্রতিক সময়ে ওয়াসার কাজের পর রাস্তা আরও খারাপ হয়ে গেছে, কিন্তু সিটি কর্পোরেশন বা সিডিএ কারো সুনজরে নেই সড়কটি।
এই বিষয়ে আনন্দিপুর এলাকার সাবেক সাধারণ সম্পাদক ও ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সংগঠক মোহাম্মদ আলী বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়রের ব্যক্তিগত সহকারীর সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য সিটি কর্পোরেশনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আশা করছি খুুব দ্রুত কাজ শুরু হবে।
এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চসিক তার নিজস্ব নিয়মেই চলছে, নগরীর বিভিন্ন সড়ক সংস্কারের তালিকা তৈরি হচ্ছে। খুুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে।
চাটগাঁ নিউজ/এইচএস/জেএইচ