বেশি দামে পেঁয়াজ বিক্রি, দুই আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় খাতুনগঞ্জের দুইটি আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।

বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় সততা বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা এবং গ্রামীণ বাণিজ্যালয়কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য পাইকারি বিক্রেতাকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির জন্য সচেতন করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top