বেশি দামে ডিম বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অভিযোগ ৪টি দোকানকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২০ অক্টোবর) নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্যে ডিম বিক্রয় করায় ডিমের পাইকারি বিক্রেতা খাজা স্টোরকে ২০ হাজার টাকা, কাউসারের সবজির আড়তকে ১৫ হাজার টাকা, একই অপরাধে শাকিলের সবজির দোকাকে ৩ হাজার টাকা এবং মোর্শেদের সবজির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জনান, ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, ওষুধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। আজকের তদারকিকালে বিভিন্ন অভিযোগ ৪টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top