চাটগাঁ নিউজ ডেস্ক : ডিমের দামে হেরফের পাওয়ায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারের ডিমের এক আড়তদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ অক্টোবর) নগরীর পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।
অভিযানে অধিক মূল্যে ডিম বিক্রি করায় রহমানিয়া দরবার শরীফকে ১০ হাজার জরিমানা, মূল্যতালিকা না থাকায় আবুল খায়ের স্টোরকে ৪ হাজার টাকা, নাসির ট্রেডার্সকে ৪ হাজার টাকা, মোতালেব মিয়ার দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, রহমানিয়া দরবার শরীফ ডিমের আড়ত’ নামক একটি প্রতিষ্ঠানে অধিক মূল্যে ডিম বিক্রি করছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মূল্যতালিকা না থাকায় আবুল খায়ের স্টোরকে ৪ হাজার টাকা, নাসির ট্রেডার্সকে ৪ হাজার টাকা, মোতালেব মিয়ার দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, এমনিতে ডিম দাম একটু বাড়তি, তার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আরো বাড়তি নিচ্ছে। দাম নিয়ে কারসাজি করার জন্য অনেক ব্যবসায়ী সঠিক মূল্য প্রদর্শন করেন না। সেখানে নয় ছয় করার সুযোগ থেকে যায়। জনস্বার্থে ভোক্তাধিকারের এমন অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ