পড়া হয়েছে: ১৩
সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর নতুন চাক্তাই এলাকায় বেশি দামে আলু বিক্রিসহ নানা অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।
আনিছুর রহমান বলেন, নতুন চাক্তাই এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ও আলুর দাম মূল্যতালিকা থেকে বেশি রাখায় ২টি খুচরা মুদি দোকান ও ২টি আলু-পেঁয়াজের আড়তকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।