বেবিচক চেয়ারম্যানের ছবি ও ভুয়া নম্বরে প্রতারণার চেষ্টা!

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যানের ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বেবিচকের জনসংযোগ বিভাগ জানায়, প্রতারক চক্রটি চেয়ারম্যানের নাম, ছবি এবং ভুয়া নম্বর ব্যবহার করে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রতারণামূলক তৎপরতায় জড়াচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।

বেবিচক বলছে, ‌‘সবার উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর যোগাযোগ থেকে সতর্ক থাকুন এবং প্রতারণার শিকার হবেন না। যদি কেউ এমন কোনো ফোন কল বা বার্তা পান, তা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানান।’

এ বিষয়ে জানতে চাইলে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, ‌‌‌‘আমরা সবাইকে অনুরোধ করছি, বেবিচকের নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে কেউ কোনো তথ্য বা সুবিধা দাবি করলে তা যাচাই করুন এবং প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না।’

তিনি আরো বলেন, ‘অপরাধীরা যেকোনো ধরনের পরিচয় ভুয়া তথ্য দিয়ে তৈরি করতে পারে। তাই সচেতন থাকাটা জরুরি। প্রয়োজন হলে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করার অনুরোধ করছি।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top