সিপ্লাস ডেস্ক: চীনের বেইজিংয়ে অতিবৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় ১১ জনের মৃত্য হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর উইওয়ান নিউজের
সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানে সুপার টাইফুন ‘ডকসুরি’। শুক্রবার ঝড়টি চীনের ফুজিয়ান প্রদেশের দিকে আঘাত হানে। শনিবার থেকেই চীনের রাজধানী বেইজিং ও আশপাশের এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ৪০ ঘণ্টার বৃষ্টিপাত দেশটির জুলাই মাসের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। চীনের উত্তরাঞ্চলের অনেক জায়গায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে বেইজিংয়ের কিছু অঞ্চলে রেড অ্যালার্টও জারি করা হয়েছে।
বেইজিংয়ের মেনটুগু জেলার একটি ট্রেন স্টেশনে ও তার আশপাশে আটকে থাকা মানুষের কাছে খাবার ও গরম কাপড় পৌঁছে দেওয়ার জন্য ২৬ জন সেনাবাহিনীর একটি সামরিক ইউনিট ও চারটি হেলিকপ্টার কাজ করছে।