চাটগাঁ নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব, মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম মহানগর অঞ্চলের ডেপুটি কমান্ডার, ৩৫ নং বক্সীরহাট ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী (ছৈয়দ) ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৬ আগস্ট) ভোররাতে (রাত ৩ টা) চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কমিশনার মরহুম মাহাবুবুল হক চৌধুরীর ছোট ভাই। তিনি এক স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী এবং অগনিত শুভাকাঙ্ক্ষী রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।
আজ বাদ আসর চট্টগ্রাম চাকতাই মকবুল আলী সওদাগর মসজিদ প্রকাশ চাকতাই বড় মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে চাক্তাই এলাকার নিজ বাসভবনের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন