বিশ্ব ইজতেমার শেষ জুমায় মুসল্লির ঢল

চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমার শেষ জুমায় অংশ নিতে লাখো মুসল্লির ঢল নেমেছে টঙ্গীর তুরাগ তীরে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে।

এর আগে বৃহস্পতিবার রাতে মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব ৫৮ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে বিশ্ব ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।

উনাদেরকে পেয়ে ময়দানের অবস্থানরত মুসল্লিরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে নিজামুদ্দিন বিশ্ব মারকাজ (সাদ অনুসারীদের)মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজের ইমামতি করবেন।

উল্লেখ্য, আজ শুক্রবার ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top