সিপ্লাস ডেস্ক: জীবনের ৩৫টি বসন্ত পেরিয়ে আজ ২৪ জুন ছত্রিশে পা দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবল জাদুকরের বাকি জন্মদিনগুলোর চেয়ে এবারেরটা একদমই আলাদা। বিশ্বকাপ জয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। ৩৬ বছরের খরা কাটিয়ে মেসির জাদুতে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।
দীর্ঘ ক্যারিয়ারে মেসির অর্জনের পাল্লা বেড়েই চলেছে। রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জিতেছেন।
আসলে বিশ্বকাপ ট্রফিটাই হয়তো এত দিন মেসিকে মিস করছিল। তাই মরুদেশের বিশ্বকাপে ট্রফি উঠল মেসির হাতে। এর মাধ্যমেই পরিপূর্ণ হলো এক কিংবদন্তি ফুটবলারের ক্যারিয়ার।
ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসিকে বিশ্বকাপ উপহার দিতে জীবন বাজি রেখে লড়াই করেছিল পুরো আর্জেন্টিনা দল। বিশ্বকাপের আগে মেসির সমালোচকরা বলতেন, ‘বন্যেরা বনে সুন্দর আর মেসি ক্লাব ফুটবলে।’ দেশের জার্সি গায়ে দিলেও যেন একটি খোলসের মধ্যে ঢুকে যান লিও। ট্রফি জেতানোর চাপ নিতে পারেন না। তাই বারবার কেঁদে বিদায় নিতে হয় তাকে। কাতার বিশ্বকাপে সেই ইতিহাস বদলে দিয়েছেন মেসি। তাই এবারের জন্মদিনটা তার জন্য, তার ভক্তদের জন্য খুবই স্পেশাল।