বিশ্বকাপে ট্রাম্পের দিকে তাকিয়ে হাইতি

চাটগাঁ নিউজ ডেস্ক: ৫২ বছর পর বিশ্বকাপে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতি। ব্রাজিল, স্কটল্যান্ড ও মরক্কোকে গ্রুপ পর্বে পেয়েছে তারা। কিন্তু উদ্বেগ এসে ভর করেছে তাদের মনে। হাইতির প্রধান কোচ সেবাস্তিয়েন মিগনে জানালেন, বিশ্বকাপে তার দলের ভক্তদের উপস্থিতি নির্ভর করছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরে।

১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নিচ্ছে হাইতি। কিন্তু আমেরিকান সরকার বর্তমানে হাইতির অভিবাসী ও অ-অভিবাসী সকলের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

‘জাতীয় নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ও এর জনগণের জাতীয় স্বার্থ সুরক্ষার অপরিহার্য অংশ হিসেবে’ গত জুনে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া ১২টি দেশের একটি হাইতি।

বিশ্বকাপ সামনে রেখে রাজনৈতিক সম্পর্কের কোনো উন্নতি হবে কি না প্রশ্নে ড্রয়ের পর দ্য অ্যাথলেটিক-কে ৫৩ বছর বয়সী মিগনে জানালেন, ‘এটা নির্ভর করছে ট্রাম্পের ওপর।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন, এবার হয়তো তার মন গলবে। এমন প্রসঙ্গে হাইতি কোচ বললেন, ‘হ্যাঁ, হয়তো তার মধ্যে সেটা (আবেগ) কাজ করবে এবং ভক্তদের এখানে আসার সুযোগ করে দিবেন।’

যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাইতিয়ানদের সামনে খেলার রোমাঞ্চ তার মনে, ‘বিভিন্ন রাজ্যে অনেক হাইতিয়ান আছে। আমরা যদি পূর্বাঞ্চলে খেলি, সেটা হবে দারুণ ব্যাপার। ব্রাজিলের বিপক্ষে আমরা সেরার সেরা পারফরম্যান্স করি, সেটা হবে হাইতিয়ানদের জন্য চমৎকার সুযোগ ও নজরে পড়ার মতো ব্যাপার। একে তো বিশ্বকাপ, অন্যদিকে বড় দলের বিপক্ষে খেলা, এর চেয়ে বেশি নজর কাড়া সম্ভব না।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top