পড়া হয়েছে: ২১
সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন নয়া খালের বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা মরদেহ উদ্ধার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কারনাইন গণ মাধ্যমকে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশন চট্টগ্রাম শহর থেকে ডুবুরি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও খোঁজ মিলেনি। পরে শনিবার সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়।
রোববার ভোর ৫টা থেকে উদ্ধার কাজ শুরু হলে সকাল সাড়ে সাতটার দিকে নিখোঁজ হওয়ার স্থানেই মরদেহটি পাওয়া যায়।