চাটগাঁ নিউজ ডেস্ক: বিয়ে করতে আর কর লাগবে না। বিবাহ সম্পাদনে আরোপিত অযৌক্তিক কর আরোপ ব্যবস্থাটি বাতিল করেছে সরকার।আজ ২১ জানুয়ারি মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি নির্বাহি আদেশে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সচিবালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অধ্যাপক আসিফ নজরুল জানান, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। সেটি বাতিল করা হয়েছে। বিয়ের ট্যাক্সে আজ সাইন করলাম। আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।
তিনি আরও বলেন, এত দিন বিবাহ নিবন্ধন ফরমের (নিকাহনামা) একাংশে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না, তা জানাতে হয়। এখন সেই ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে।
আসিফ নজরুল বলেন, বিয়ের ফরমে লেখা থাকত বিবাহিতা নাকি কুমারী। এটা একটা মেয়ের জন্য অমার্যাদাকর শব্দ। সেটা আমরা ‘অবিবাহিতা’ করে ফেলেছি। এমন ছোটো ছোটো অনেক কাজ করেছি। আরও অনেক কাজ করার চিন্তা আছে।
চাটগাঁ নিউজ/ইউডি