চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই বাইক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নব দম্পতি। গুরুতর আহত নববধূকে পাঠানো হয়েছে আইসিইউতে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দুর্ঘটনায় আহত নববধু ইপসানা বেগম (২০) ও বর মো. সানাউল্লাহ (২৬) বাইকে করে বেড়াতে যাওয়ার সময় উপজেলার সৈয়দবাড়ি হরিণ গেইট এলাকায় দুর্ঘটনায় পতিত হন।
আহত বর মো. সানাউল্লাহ রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বলির বাড়ির মো. জহির আহমেদের ছেলে। নববধু ইপসানা বেগম উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মো. হাসানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আহত দম্পতিকে স্বজনরা এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেছেন।
দম্পতির নিকট আত্মীয় ইকবাল বলেন, গতকাল সোমবার মো. সানাউল্লাহর সাথে ইপসানা বেগমের সামাজিকভাবে বিয়ে হয়েছিল। আজ তারা এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ






