চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট মন্দাকিনীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে একই বাড়ির জসিম (৪৮) ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে উপস্থিত লোকজন বাবুকে উদ্ধার করতে এগিয়ে গেলে জসিম তাদের ওপরও হামলা চালায়। এতে দুইজন আহত হন। আহতদের নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা খুনি জসিমকে নিকটস্থ আজমির হোটেলে আটক করে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
হাটহাজারী থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে এলাকাবাসী আটক করে রেখেছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।
চাটগাঁ নিউজ/এসএ






