বিয়ের প্রলোভনে ধর্ষণ, সিইউএফএল কর্মচারী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক:আনোয়ারায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে মো. রিমন হোসেন (২৮) নামে সিইউএফএলের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বারশত ইউনিয়নের সিইউএফএল হাউজিং কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিমন হোসেন সিইউএফএল-এ এ্যামোনিয়াম শাখায় কর্মরত ছিলেন বলে জানা যায়।

সে নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ খরিবাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। ভিকটিম বাদী হয়ে আনোয়ারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রিমন হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার এজাহার সূত্র জানায়, ভিকটিমের বাবা ওই সার কারখানায় কর্মরত, ভিকটিম পরিবারের সাথে কারখানার হাউজিং কলোনিতে বসবাস করে। একই কলোনিতে রিমন হোসেনও চাকরির সুবাধে বসবাস করে।

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে রিমন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভিকটিমকে রিমনের বাসায় ঢেকে নিয়ে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম এতে রাজি হয়। এক পর্যায়ে রিমন ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের আটক করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আমরা অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করি। ভিকটিমকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রিমনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top