চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। ৫০ জনেরও অধিক মানুষ দগ্ধ-আহত হয়েছেন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেককে ভর্তির জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব হাসপাতালে আহতদের ভর্তির জন্য নেওয়া হবে তাদের জন্য মেট্রোরেলে বগি রিজার্ভ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সাধারণ মানুষ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।
বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্কুল ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রক্তাক্ত ও ছিন্নভিন্ন অবস্থায় ছুটোছুটি করছে। ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও কান্নার দৃশ্য।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধারসংশ্লিষ্টরা জানিয়েছেন, দগ্ধ ও গুরুতর আহত রোগীদের বাঁচাতে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন। সাধারণ মানুষের কাছে জরুরি রক্তদানের আহ্বান জানানো হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন