পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বিমানবন্দর জননেত্রী শেখ হাসিনা সড়কের ভিআইপি অংশে ফুটপাত ও রাস্তার দুপাশে অবৈধ ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় বাটারফ্লাই পার্কের সামনে প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
রোববার (২৬ মে) দুপুরে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের তত্ত্বাবধানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযানের পর মেয়র রেজাউল করিম চৌধুরী এলাকাটি পরিদর্শন করে উদ্ধার করা এলাকায় বেষ্টনী তৈরির নির্দেশ দেন।
চাটগাঁ নিউজ/এসএ