বিমানবন্দরে অবৈধ যাত্রী ছাউনি গুঁড়িয়ে দিল চসিক

চাটগাঁ নিউজ ডেস্ক: শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে অবৈধ যাত্রী ছাউনি ও দোকান গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এতে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি জানান, চসিকের যাত্রীছাউনির আদলে নির্মিত স্টিল স্ট্রাকচারের শক্তপোক্ত একটি যাত্রী ছাউনি তৈরি করে তার মধ্যে দোকান ভাড়া দিয়েছিল একটি মহল। এ কারণে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করা হয়েছে।

জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

চাটগাঁ নিউজ/এমআর/এসএ

Scroll to Top