আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর বিরুদ্ধে সম্ভবত আগামী সপ্তাহে তিনি ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন ডলারের একটি মামলা করবেন। কারণ, ব্রিটিশ এই সম্প্রচার মাধ্যমটি তার একটি বক্তৃতার ভিডিও ভুলভাবে সম্পাদনা করার কথা স্বীকার করেছে। যদিও বিবিসি জোর দিয়ে বলেছে, ট্রাম্পের এই দাবির কোনো আইনি ভিত্তি নেই।
শুক্রবার দিন শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘‘আমরা তাদের বিরুদ্ধে যেকোনো সময় এক বিলিয়ন থেকে পাঁচ বিলিয়ন ডলারের জন্য মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহে। আমার মনে হয়, আমাকে এটি করতেই হবে। তারা তো স্বীকারও করেছে যে তারা কারচুপি করেছে।’’
২০২১ সালে ইউএস ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের একটি বক্তৃতার ভিডিও নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ‘‘অপমানিত’’ করার অভিযোগে তার আইনজীবীরা গত সোমবার বিবিসিকে একটি চিঠি পাঠায়।
তারা দাবি করে, এই সম্পাদিত ভিডিওর কারণে ট্রাম্পের ‘‘আর্থিক ও সুনামের অপূরণীয় ক্ষতি’’ হয়েছে। এজন্য শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়েছিল।
এই বিতর্কের মূলে রয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি, যেদিন ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলা চালায়— সেই দিনের ট্রাম্পের মন্তব্যের উপর বিবিসিরি একটি সংবাদ। এই বিরোধের কারণে বিবিসি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছে, যা দুই জন বিবিসির দুই ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ ঘটিয়েছে এবং ব্যাপক রাজনৈতিক সমালোচনার জন্ম দিয়েছে।
ট্রাম্প বলেন, ‘‘যুক্তরাজ্যের জনগণ এই ঘটনায় খুবই ক্ষুব্ধ, যেমনটা আপনারা কল্পনা করতে পারেন, কারণ এটি প্রমাণ করে যে বিবিসি হলো ফেক নিউজ (মিথ্যা খবর)।’’
তিনি আরও বলেন, তিনি এই বিবিসির বিষয়টি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে উত্থাপন করার পরিকল্পনা করেছেন। স্টারমার ট্রাম্পের বিরুদ্ধে পক্ষ নেওয়া এড়িয়ে গেলেও সম্প্রচার মাধ্যমটির স্বাধীনতার পক্ষে সমর্থন দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘‘আমি এই সপ্তাহান্তে তাকে ফোন করব। আসলে তিনি আমাকে ফোন করেছিলেন। তিনি খুব বিব্রত।’’
চাটগাঁ নিউজ/জেএইচ






