বিবিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংক শাখায় তালা, ভোগান্তিতে গ্রাহকরা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় হঠাৎ তালা ঝুলিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন আমানতকারীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে গ্রাহকরা ব্যাংকের ফটকের সামনে অবস্থান নিলেও তালাবদ্ধ থাকায় কোনো সেবা পাননি তারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ শাখায় নিয়মিত ব্যাংকিং সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে টাকা উত্তোলনের ক্ষেত্রে নানা অজুহাত দেখিয়ে গ্রাহকদের টাকা প্রদান থেকে বিরত থাকে কর্তৃপক্ষ। এতে আমানতকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ব্যাংকের সামনে উপস্থিত কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভবিষ্যতের নিশ্চয়তার জন্য এই ব্যাংকে টাকা রেখেছি। কিন্তু এখন নিজের টাকাই তুলতে পারছি না। ব্যাংক যদি এভাবে তালা ঝুলিয়ে রাখে, তাহলে আমাদের কোথায় যেতে হবে?

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে দেশের অন্যান্য শাখা কিংবা ব্যাংকেও এ ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত সমাধান না এলে আমানতকারীদের টাকা ঝুঁকির মুখে পড়বে।

অত্র শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শাখায় লেনদেন করার মতো পর্যাপ্ত টাকা না থাকায় কার্যক্রম বন্ধ করে তালা দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম চৌধুরী অফিসে অনুপস্থিত ছিলেন। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে থাকার কথা জানান। তবে লেনদেন বন্ধ বা তালাবদ্ধ থাকার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top