চাটগাঁ ক্রীড়া ডেস্ক: বিপিএলের ১১তম আসরে চিটাগং কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। শুক্রবার শেষ হওয়া সেই ম্যাচের পরদিন আজ বিপিএলের সেরা একাদশ বেছে নিয়েছেন ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ওপেনার হিসেবে ক্রিকইনফো বেছে নিয়েছে ফরচুন বরিশালের তামিম ইকবাল ও খুলনা টাইগার্সের মোহাম্মদ নাঈমকে। টুর্নামেন্টে ১৪৩.৯৪ স্ট্রাইকরেটে ৫১১ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম। টুর্নামেন্টটির ইতিহাসেই তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আসরে পেয়েছেন সেঞ্চুরিও। অবধারিতভাবেই বিপিএলের সেরা একাদশে থাকার যোগ্য তিনি। অন্যদিকে, বিপিএলের শিরোপাজয়ী অধিনায়ক তামিম ব্যাট হাতেও কম যাননি। ১২৯.০৬ স্ট্রাইকরেটে ৪১৩ রান এসেছে তার ব্যাটে। টুর্নামেন্টে ৪টি ফিফটি পেয়েছেন তিনি।
পরের তিনটি স্থানে সিলেটের জাকির হাসান, চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক ও রংপুরের খুশদিল শাহ। ১৪০ এর ওপর স্ট্রাইকরেট রেখে ৩৮৯ রান করেছেন জাকির। দল ব্যর্থ হলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন তিনি। চিটাগংকে ফাইনালে নেওয়ার পথে বড় ভূমিকা রেখেছেন ক্লার্ক। দেড় শ’র ওপর স্ট্রাইকরেট রেখে ৪৩১ রান এসেছে তার ব্যাটে। রংপুরের ফাইনাল খেলতে না পারার কারণে হিসেবে দেখা হয় টুর্নামেন্টের শেষদিকে খুশদিল শাহর অনুপস্থিতি। নিজে যেই কয়টি ম্যাচে ছিলেন রংপুরের ম্যাচ জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। ব্যাট হাতে ২৯৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭ উইকেট।
আগ্রাসী ব্যাটিং করে এবারের বিপিএলে আলোচনায় খুলনার উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন। ছয় নম্বরে তাকে রেখেছে ক্রিকইনফো। ব্যাট হাতে দেড় শ’র ওপর স্ট্রাইকরেটে ৩১৬ রান করার পাশাপাশি সাতটি ডিসমিসাল আছে তার নামে। অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে আছেন বরিশালের ফাহিম আশরাফ। যদিও চ্যাম্পিয়ন দলটির হয়ে শেষদিকে খেলেননি। তবে যে কয়টি ম্যাচেই একাদশে ছিলেন, জাত চিনিয়েছেন ভালোভাবেই। এক ম্যাচে তো ৭ রানের বিনিময়েই নিয়েছেন ৫ উইকেট। সবমিলিয়ে টুর্নামেন্টে ২০ উইকেট তার। ব্যাট হাতেও কয়েকটি ইনিংসে তুলেছেন ঝড়।
দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে চিটাগংকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় অবদান আলিস আল ইসলামের। শেষ বলে ৪ হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন তিনি। বল হাতেও ওভারপ্রতি মাত্র ৬.৩২ হারে নিয়েছেন ১৫ উইকেট।
একাদশের তিন পেসার রাজশাহীর তাসকিন আহমেদ, চিটাগংয়ের খালেদ আহমেদ ও রংপুরের আকিফ জাভেদ। ২৫ উইকেট নিয়ে এবারের মৌসুম তো বটেই, সব মৌসুম মিলিয়েই বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। অন্যদিকে, বিশের মতো গড়ে ২০ উইকেট নিয়ে কম যাননি খালেদও। এদিকে, রংপুরের আকিফের গড় আরও ঈর্ষণীয়, মাত্র ১৪.৩০। ২০ উইকেট পেয়েছেন রংপুরের এই পাকিস্তানি পেসারও।
ক্রিকইনফোর সেরা একাদশ
তামিম ইকবাল (ফরচুন বরিশাল), মোহাম্মদ নাঈম শেখ (খুলনা টাইগার্স), জাকির হাসান (সিলেট স্ট্রাইকার্স), গ্রাহাম ক্লার্ক (চিটাগং কিংস), খুশদিল শাহ (রংপুর রাইডার্স), মাহিদুল ইসলাম অঙ্কন (খুলনা টাইগার্স), ফাহিম আশরাফ (ফরচুন বরিশাল), আলিস আল ইসলাম (চিটাগং কিংস), তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী), খালেদ আহমেদ (চিটাগং কিংস) ও আকিফ জাভেদ (রংপুর রাইডার্স)।
চাটগাঁ নিউজ/এমকেএন