চাটগাঁ নিউজ ডেস্ক: তিন দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম। এবার প্রথমবারের মতো প্লেয়ার্স-ড্রাফটের পরিবর্তে আয়োজন করা হবে অকশন। তবে নিলামের আগে টুর্নামেন্ট ঘিরে শুরু হয়েছে নতুন উত্তাপ—পাঁচ দলের পরিকল্পনার মধ্যে যোগ হলো আরও একটি নতুন ফ্র্যাঞ্চাইজি।
সোমবার (২৪ নভেম্বর) রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে নতুন দলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিসিবি। দলটির এক কর্মকর্তা জানান, রাতেই বিসিবি ই-মেইলে দল নিশ্চিত করেছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এতে করে এবারের বিপিএলে দলসংখ্যা দাঁড়িয়েছে ছয়টি। নতুন দল যুক্ত হওয়ায় এবারের আসরে প্রতিযোগিতা আরও উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সুতরাং ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।
এবারে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
বিপিএলের ছয় চূড়ান্ত দল হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস এবং নোয়াখালী এক্সপ্রেস।
নিলাম শেষে দলগুলো খেলোয়াড় নির্বাচন শেষ করলেই শুরু হবে প্রস্তুতি পর্ব। আর টুর্নামেন্ট মাঠে গড়ানোর অপেক্ষায় এখন ফ্র্যাঞ্চাইজি ও ভক্তরা।
চাটগাঁ নিউজ/জেএইচ






