ক্রীড়া ডেস্ক: চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, এমন সম্ভাব্য সূচি জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে।
এবারের আসরে থাকবে— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস।
গত মৌসুমের রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নাম অপরিবর্তিত থাকলেও পরিবর্তন এসেছে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডিংয়ে। চট্টগ্রামের নাম চট্টগ্রাম রয়্যালস, সিলেট খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স নামে।
গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল সভার পর নতুন মালিকানা নিশ্চিত করা হয়। রংপুর রাইডার্সের মালিকানায় রয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায় নাবিল গ্রুপ, সিলেট টাইটান্সের মালিকানায় ক্রিকেট উইথ সামি ও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। দলগুলোকে নিয়ে প্রস্তুতি কাজও চলছে জোরেশোরে বলে জানিয়েছে বিসিবি। দীর্ঘদিন ছয় ও সাত দলের ফরম্যাটে অভ্যস্ত বিপিএল এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজিত হবে এমন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, যদিও কিছু দলের মালিকানা পরিবর্তন হয়েছে, তবে কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করার অনুমতি নেই।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর সব বিষয় চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, মালিকানা বদল হলেও প্রতিটি দল তাদের ঐতিহ্য ও নাম ধরে রাখবে। নতুন মালিকদের অধীনে দলগুলোর পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ হবে বলে আমরা আশাবাদী।
এর আগে, বুধবার রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নির্ধারণ করা হয়।
ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, এবারের বিপিএলেও দেখা যাবে তারকাখচিত দল, উত্তেজনাপূর্ণ ম্যাচ ও জমজমাট প্রতিযোগিতা।
চাটগাঁ নিউজ/এমকেএন






